বিশালগড়ঃ
বুধবার অনুষ্ঠিত হল নবম আন্তর্জাতিক যোগা দিবস। গোটা দেশ এবং রাজ্যের সাথে বিশালগড়েও আনুষ্ঠানিক ভাবে উদযাপিত হয় এই যোগা দিবস। মূলত বিশালগড় ব্লকের উদ্যোগে পূর্ব লক্ষীবিল স্কুল মাঠে বিশালগড়ের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক সুশান্ত দেব , বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ছন্ধ্যা দেববর্মা, ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান জসীম উদ্দীন, সিপাহীজলার অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত দে, বিশালগড়ের বিডিও অনুরাগ সেন সহ অন্যান্যরা। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সাথে কচিকাঁচা শিশু থেকে শুরু করে স্থানীয় জনগণ এই যোগাভ্যাস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিভিন্ন যোগা প্রদর্শনীর পাশাপাশি প্রাত্যহিক জীবনে এর ভূমিকা, উপকারিতাএবং নিয়ম সম্বন্ধে অবগত করেন যোগা প্রশিক্ষকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমা ভৌমিক বলেন শরীরকে সুস্থ রাখতে এই ধরনের যোগাভ্যাস প্রতিনিয়ত জারি রাখতে হবে সকলকে। প্রত্যেকদিন নিয়ম করে একটি নির্দিষ্ট সময় যদি এই অভ্যাস করা যায় তাহলে বিভিন্ন রোগ মুক্ত হয় আমাদের শরীর থেকে। পাশাপাশি বর্তমান সময়ে যেভাবে নেশার করাল গ্রাসে যুক্ত হচ্ছে যুবসমাজ তার থেকে নিবারণের একটি মাধ্যম হচ্ছে যোগা।
অন্যদিকে বিধায়ক সুশান্ত দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন এই যোগাকে বিশ্বে ব্যাপক পরিচিতি ঘটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই যোগার ফলে গোটা বিশ্বে অনন্য পরিচিতি পেয়েছে ভারত। তাই কচিকাঁচা শিশু থেকে শুরু করে সকলকে নিয়মিত যোগ অভ্যাস করার আবেদন জানান বিধায়ক সুশান্ত দেব।
অনুষ্ঠানে কচিকাঁচা শিশু থেকে শুরু করে স্থানীয় জনসাধারণের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।