Home BREAKING NEWS মধুচন্দ্রিমায় হত্যাকাণ্ড: মেঘালয়ে স্বামীকে খুন করার পেছনের রহস্য..! খুন কি প্রেমের জন্য ? না কি অন্য চক্রান্ত..?

মধুচন্দ্রিমায় হত্যাকাণ্ড: মেঘালয়ে স্বামীকে খুন করার পেছনের রহস্য..! খুন কি প্রেমের জন্য ? না কি অন্য চক্রান্ত..?

by News On Time Tripura
0 comment

ব্যাঙ্গালুরুঃ

গত ১৯ মে সোনমের সঙ্গে বিয়ে হয় রাজা রঘুবংশীর। ২০ মে মধুচন্দ্রিমায় মেঘালয়ে ঘুরতে যান নবদম্পতি। ২৩ মে চেরাপুঞ্জিতে পৌঁছান তাঁরা। সেখানেই নিখোঁজ হয়ে যান দম্পতি। এই ঘটনার ১১ দিন পর জলপ্রপাতের খাদ থেকে উদ্ধার হয় যুবকের দেহ। তবে খোঁজ মিলছিল না তাঁর স্ত্রী সোনমের। এই পরিস্থিতিতে দাবি করা হয়, রাজাকে খুনের পর তাঁর স্ত্রীকে অপহরণ করা হয়েছে। স্থানীয় দুষ্কৃতীদের দিকে ডাকাতির ও অপহরণের অভিযোগ তোলে মৃতের পরিবার। তদন্তে নামে মেঘালয় পুলিশ। এই ডামাডোলের মাঝেই সোমবার সকালে উত্তরপ্রদেশের গাজিপুর থেকে গ্রেপ্তার হন সোনম রঘুবংশী। তদন্তে নেমে মেঘালয় পুলিশের তরফে জানানো হয়, তাঁর প্রেমিক রাজ কুওয়াহার সঙ্গে সম্পর্কের জেরে মধুচন্দ্রিমায় গিয়ে ভাড়াতে খুনিদের সাহায্যে স্বামীকে খুন করেছেন সোনম। রাজের সঙ্গে যোগসাজশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। অভিযুক্ত পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করেছে বলেও জানিয়েছেন তদন্তকারীরা।

চার জনকে গ্রেফতার করার পরেও বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও অধরাই রয়ে গিয়েছে। মধ্যপ্রদেশের বাসিন্দা রাজা রঘুবংশী গত ২৩ মে খুন হন। কেন তাঁকে খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মেঘালয়ে মধুচন্দ্রিমার পরিকল্পনা কি করা হয়েছিল খুনের জন্য? সোনম কি নিজেও সরাসরি খুনের সঙ্গে যুক্ত ছিলেন? নাকি তিনি শুধু হত্যাকাণ্ডের ছক কষেছিলেন? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। রাজার দেহ যখন উদ্ধার হয়, তখন তাঁর দেহের সঙ্গে পরনে সোনার আংটি এবং সোনার চেন পাওয়া যায়নি। সেগুলি কি লুট হয়ে গিয়েছে? ধৃতেরাই কি সেগুলি লুট করছেন? তা হলে কি ওই লুটের জন্যই খুন করা হয়েছে? সেই প্রশ্নেরও উত্তর মেলেনি। সোনমের শাশুড়ির দাবি, মধুচন্দ্রিমায় গিয়ে রাজাকে নাকি সোনার অলঙ্কার পরে থাকার জন্য জোর করতেন সোনম। সে ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্কের থেকেই খুন, না কি ডাকাতির ষড়যন্ত্র করা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

You may also like