Home BREAKING NEWS কর্নাটকে শিলং কাণ্ডের ছায়া! পরকীয়ার জেরে স্বামী-সন্তানকে বিষ খাইয়ে মারার চেষ্টা গৃহবধূর

কর্নাটকে শিলং কাণ্ডের ছায়া! পরকীয়ার জেরে স্বামী-সন্তানকে বিষ খাইয়ে মারার চেষ্টা গৃহবধূর

by News On Time Tripura
0 comment

কর্নাটকঃ

পরকীয়ায় স্বামীকে হত্যা করা যেন একপ্রকার ট্রেন্ডে পরিনত হয়ে গেছে সারা দেশে। উত্তরপ্রদেশে স্বামীকে মেরে ড্রামে ঢুকিয়ে রাখার ঘটনার পর সারা দেশ থেকে এই ধরনের বহু ঘটনা সামনে আসছে। সম্প্রতি যখন সকলের নজর শিলং হানিমুন হত্যাকাণ্ডের দিকে, ঠিক সেই সময়ই কর্নাটক থেকে একই ধরনের ঘটনা সামনে এসেছে। প্রেমিকের সঙ্গে সম্পর্কের কথা শ্বশুরবাড়ির লোক জেনে যাবে এই ভয়ে শাশুড়ি, স্বামী এবং সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। অভিযুক্ত গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, ১১ বছর আগে গজেন্দ্র এবং চিত্রার বিয়ে হয়। বর্তমানে তাঁদের ১০ বছর ও ৮ বছরের দুই সন্তান রয়েছে। এর মধ্যে পুনিত নামে একজনের সঙ্গে চিত্রার অবৈধ সম্পর্ক তৈরী হয়। বিষয়টি জানাজানি হতেই এলাকার মানুষের  মধ্যস্থতায় তখন বিষয়টি মিটিয়ে নেওয়া হয়। কিন্তু এর পর গত বছর শিবু নামে আরও এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে চিত্রা। এর মধ্যে চিত্রা প্ল্যান করে, খাবারে বিষ মিশিয়ে স্বামী, সন্তান সহ সকলকে খাইয়ে দেয়, কিন্তু নিজে খায়নি। বিষ মেশানো খাবার খাওয়ার পর চিত্রা বাদে পরিবারের সকলের পেট ব্যাথা শুরু হয়। সকলকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ার পর স্ত্রীর বিরুদ্ধে বেলুড় থানায় অভিযোগ দায়ের করেন স্বামী গজেন্দ্র। এরপরই তদন্তে নেমে পুলিশ  জিজ্ঞাসাবাদে সব স্বীকার করে চিত্রা।

You may also like