Home BREAKING NEWS প্রতি দু’বছরে ৫ শতাংশ বাড়াতে হবে খোরপোশের রাশি, সাথে স্বামীর বাড়িতেও অধিকার ! বিবাহ বিচ্ছেদ মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের ।

প্রতি দু’বছরে ৫ শতাংশ বাড়াতে হবে খোরপোশের রাশি, সাথে স্বামীর বাড়িতেও অধিকার ! বিবাহ বিচ্ছেদ মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের ।

by News On Time Tripura
0 comment

ডেস্ক রিপোর্টঃ

বিবাহ বিচ্ছেদ মামলায় আরও পাল্লা ভারী হল স্ত্রীদের। বিবাহ বিচ্ছেদের পর স্বামী কর্তৃক স্ত্রীকে দেওয়া মাসিক ভরণপোষণ রাশি প্রতি ২ বছরে ৫ শতাংশ বৃদ্ধি করতে হবে। শুধু তাই নয় স্বামীর নামে বাড়িতে সমান অধিকার পাবে স্ত্রী।

সুপ্রিম কোর্টে বাংলার এক দম্পতির খোরপোশ সংক্রান্ত মামলা চলছিল। তাঁদের বিয়ে হয় ১৯৯৭ সালে। ১০ বছরের মাথায় তাঁরা বিবাহবিচ্ছেদের করেন। ২০১৬ সালে কলকাতা হাই কোর্ট স্ত্রীর জন্য খোরপোশ ঠিক করে মাসিক ২০ হাজার টাকা। যা ৩ বছর পর ৫ শতাংশ বাড়ার কথা ছিল। কিন্তু তা বাড়াতে রাজি নয় স্বামী। এরপর মহিলা খোরপোশ বাড়ানোর দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন। ৯ বছর বাদে এই মামলায় তাৎপর্যপূর্ণ রায় দিয়েছে শীর্ষ আদালত।

স্বামীর বর্তমান আয় ১,৬৪,০৩৯ টাকা। দ্বিতীয়বার বিয়ে করেছেন, পরিবার ও বৃদ্ধ মা-বাবার দায়িত্ব আছে তাঁর উপর। তাই অতিরিক্ত খোরপোশ দেওয়া সম্ভব নয় বলে আদালতে জানায় স্বামী। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, স্বামীর উপর নির্ভরশীল মহিলারা বিচ্ছেদের পরও সেই ধরনের জীবনযাপন করার অধিকারী, যে ধরনের জীবনযাপন তিনি বিয়ের পর করতেন। সুপ্রিম কোর্ট খোরপোশের রাশি বাড়িয়ে করেন ৫০ হাজার টাকা ।শুধু তাই নয় তিন বছরের পরিবর্তে এবার প্রতি ২ বছর অন্তর ৫ শতাংশ হারে সেটা বৃদ্ধি করতে হবে। এখানেই শেষ নয়, ওই ব্যক্তির নামে যে ফ্ল্যাট আছে সেটাও হোম লোন শোধ করে অর্ধেক স্ত্রীর নামে দিতে নির্দেশ প্রদান করে শীর্ষ আদালত।

You may also like