
ডেস্ক রিপোর্টঃ
বেঙ্গালুরু থেকে মুম্বই যাওয়ার পথেই গ্রেফতার হন নিখিল। বেঙ্গালুরু বিমানবন্দর থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ। পদপিষ্টের ঘটনার পরেই বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে সাসপেন্ড করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। তা ছাড়াও সাসপেন্ড করা হয়েছে বেঙ্গালুরু পুলিশের একাধিক শির্ষ অফিসারকে। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় এ বার রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) কর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করল পুলিশ। গ্রেফতার হলেন আরসিবির বিপণন (মার্কেটিং) বিভাগের প্রধান নিখিল সোসালে। শুধু তা-ই নয়, চিন্নাস্বামী স্টেডিয়ামের অনুষ্ঠানের দায়িত্বে থাকা ‘ইভেন্ট ফার্মের’ আধিকারিকদেরও আটক করা হয়েছে।