Home BREAKING NEWS বিভিন্ন দাবি নিয়ে মুখ্যমন্ত্রী দরবারে ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরাম

বিভিন্ন দাবি নিয়ে মুখ্যমন্ত্রী দরবারে ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরাম

by News On Time Tripura
0 comment

আগরতলা: ২৪ জুন।।

ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরাম এর সদস্যরা, মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সকাশে মিলিত হয়েছেন। সময়োপযোগী তিনটি দাবি সনদও ওনার কাছে পেশ করা হয়। ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক অভিষেক দে দাবি হিসেবে বিজ্ঞাপনের হার বৃদ্ধি, ওয়ার্কশপের আয়োজন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর বিষয়ক মিডিয়া বান্ধব বিভিন্ন সরকারি কমিটিতে ফোরামের সদস্যদের অন্তর্ভুক্তি সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত কথা বলেন। ‌ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রতিটি দাবীর যৌক্তিকতা স্বীকার করে সেগুলো পূরণে যথাযথ উদ্যোগ নেবেন বলে আশা ব্যক্ত করেন। ‌ মঙ্গলবার দুপুরে সৌজন্যমূলক সাক্ষাৎকারে ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে স্মারক উপহারে সংবর্ধিত করা হয়। ‌ ফোরামের পক্ষ থেকে হীরক গুপ্ত, বাপি রায়, দ্বিপজিৎ আচার্য সহ বেশ কয়েকজন সদস্যরা উপস্থিত ছিলেন। ফোরামের সাধারণ সম্পাদক অভিষেক দে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

You may also like