
কুমারঘাটঃ
বৃহস্পতিবার আগরতলা থেকে রেলপথে কুমারঘাটে এসে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা। এদিন কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যের মোট ১৫টি সরকারি প্রকল্পের রিমোট টিপে ভার্চুয়ালি শুভ উদ্বোধন হয়।
এই ১৫টি প্রকল্পের মধ্যে ১০টি সরকারি ইনিগ্রেশনের (সমন্বিত ভবন ও পরিষেবা) উদ্বোধন করা হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ১১ লক্ষ টাকা। এছাড়াও আরও ৫টি নতুন প্রকল্পের শিলান্যাস (ফাউন্ডেশন স্টোন) করেন মুখ্যমন্ত্রী, যার আনুমানিক ব্যয় ২০ কোটি ৩৯ লক্ষ ৭৭ হাজার টাকা।
অনুষ্ঠানের শুরুতেই ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গীতাঞ্জলি অডিটোরিয়াম প্রাঙ্গণে এক তমাল গাছের চারা রোপণ করে পরিবেশ সংরক্ষণের বার্তা দেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি মূল অনুষ্ঠানে যোগ দেন।
এদিন কুমারঘাট মহকুমার পাবিয়াছড়া ও পেঁচারতল বিধানসভা এলাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। এই প্রকল্পগুলোর মধ্যে অন্যতম ছিল পেঁচারতলের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন, পেঁচারতল অগ্নিনির্বাপক দপ্তরের অফিসের শুভ উদ্বোধন, কুমারঘাট মহকুমা শাসকের নতুন অফিস ভবনসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, পাবিয়াছড়ার বিধায়ক ভগবান চন্দ্র দাস, ঊনকোটি জেলার জেলাশাসক, পুলিশ সুপার, মহকুমা শাসক, গ্রামোন্নয়ন দপ্তর ও পূর্ত দপ্তরের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ।
বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, “ডাবল ইঞ্জিন সরকার” অর্থাৎ কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বয়ে ত্রিপুরায় যে উন্নয়নের ধারা বয়ে চলেছে, তা আগামী দিনে আরও গতি পাবে। তিনি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারি প্রকল্পগুলোর ভূমিকার কথাও তুলে ধরেন।