Home ত্রিপুরা মনিষের বাড়িতে বিধায়ক সুশান্ত দেব।

মনিষের বাড়িতে বিধায়ক সুশান্ত দেব।

by News On Time Tripura
0 comment

বিশালগড়ঃ সোশ্যাল মিডিয়া থেকে ছোট্ট মনিষের কথা জানতে পেরে তার প্রকৃত কারণ অনুধাবন ও সাক্ষাতে শনিবার তার বাড়িতে  ছুটে যান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। মনিষ পঞ্চম শ্রেণীতে পাঠরত, তার মার নাম লক্ষ্মী আচার্য। বাবা নেই। বিশালগড় মহকুমার জাঙ্গালিয়ায় তার বাড়ি। বাড়ির পাশেই তাদের ছোট্ট দোকান। এই ছোট্ট বয়সে মনীশ তার মাকে ব্যবসায় অনেক সাহায্য করে। বিধায়ক মনিষের মার সাথে কথা বলে তাকে আশ্বস্ত করেন, মনীশ যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং মনীষের মা যাতে  সরকারি প্রকল্প গুলোর  সুবিধা পেতে পারেন তার জন্য সব ধরনের সহযোগিতা তিনি করবেন। বিধায়ককে কাছে পেয়ে খুশি মনিষের পরিবার। সোস্যাল মিডিয়ার খবর দেখে এলাকার অসহায়দের পাশে দাঁড়াতে প্রায়ই দেখা যায় বিধায়ক সুশান্ত দেবকে।

You may also like