সাব্রুমঃ
সুকান্তের পরিবারকে ব্রাত্য রেখে তার নামে লক্ষাধিক টাকার চাদা তলে চলছে ফুটবল প্রতিযোগিতা। এই ঘটনায় ঘৃনা ও নোরব ক্ষোভের সঞ্চার হচ্ছে সকল সাব্রুমবাসীর মনে। সাব্রুমের অঘোষিত বিধায়ক হিসেবে পরিচিত শংকর রায়। ২০২৩ এর নির্বাচনে হারার পরেও শাংকর রায়ই সাব্রুমের শেষ কথা। আর এই শংকর রায়ই সকলের সামনে কথা দিয়েছিলেন পাশবিকতায় নৃশংসভাবে হত্যা হওয়া সুকান্ত চক্রবর্তীর পরিবারকে সহযোগিতা করা হবে। ১০০ শতাংশ নিশ্চয়তা দিয়ে আজ প্রতারকের ভুমিকায় শংকরবাবু। ফিরেও তাকাননি পরিবারটির দিকে। কয়েকবছর আগে ছেলে চোরের আতঙ্কে রাজ্যে বেশ কয়েকটি মব লিঞ্চিং এর ঘটনা ঘটেচিল। আর সেরকম একটি নৃশংস ঘটনায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল সুকান্ত চক্রবর্তী নামে সাব্রুমের এক সাংস্কৃতিক ব্যক্তিত্বকে। সরকারী কাজেই তিনি সেদিন জনগনকে সচেতন করতে গিয়েছিলেন। সেই ঘটনার কয়েক বছর অতিক্রান্ত হয়ে গেলেও সুকান্তের স্ত্রী এবং তার নাবালক পুত্র সন্তানের প্রতি কোন দায়িত্ব পালন করেনি সরকার এবং তার প্রতিনিধিরা। কিন্তু সেই সুকান্তের নামে বর্নাঢ্য আয়োজনে ফুটবল ট্যুর্নামেন্ট শুরু করা হয়েছে। বৃহস্পতিবার সেই ফুটবল ট্যুর্নামেন্টের উদ্বোধন করেন সাব্রুমের প্রাক্তন বিধায়ক শাংকর রায়। এই টয়ুর্নামেন্টে বিজয়ী দলের জন্য রয়েছে ৮০ হাজার টাকার প্রাইজমানী এবং রানার্স আপ দলের জন্য ৬০ হাজার টাকার প্রাইজমানি। একদিকে সুকান্তের পরিবার আজ না খেয়ে মরছে আর তার স্মৃতিতে লক্ষ লক্ষ টাকা তোলে আয়জন করা হচ্ছে ফুটবল টুর্নামেন্টের। এই ধরনের ভাউতাবাজিতে গোটা সাব্রুম জুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে ।