আগরতলাঃ রাখির দিনে নিজ হাতে রাখি তৈরী করে দেশের বীর জওয়ানদের পড়াল ছাত্রছাত্রীরা। আগরতলার আড়ালিয়াস্থিত উমা চিত্র কলা অ্যাকাডেমির উদ্যোগে আখাউড়া বর্ডারে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত বিএসএফ জওয়ানদের হাতে রাখি পড়িয়ে দেয় অ্যাকাডেমির ছাত্র ছাত্রীরা। অ্যাকাডেমির প্রিন্সিপাল রাজীব ভৌমিক জানান সম্প্রতি ছাত্র ছাত্রীদের নিয়ে রাখি তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়। শিশুদের নিজের হাতে তৈরি রাখি এদিন জওয়ানদের হাতে পড়িয়া দেওয়া হয়।
এছাড়াও এদিন অ্যাকাডেমির দেওয়াল পত্রিকা “কল্পিত” এর বিশেষ রাখি সংখ্যা প্রকাশ করা হয়।