
ধর্মনগরঃ
ভারতীয় জনতা মজদুর সংঘের উত্তর জেলার ৫৪ কদমতলা কুর্তি বিধানসভা ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হল বৃহস্পতিবার।এদিন বিকেল সাড়ে চারটা নাগাদ দক্ষিণ কদমতলা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এদিনের পূর্নাঙ্গ কমিটির সভা। এদিনের সভায় প্রদীপ প্রজ্জ্বলন ও ভারত মাতা,ডাঃ শ্যামা প্রসাদ মুখার্জি ও পন্ডিত দিনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এদিনের সভার শুভারম্ভ ঘটে। এদিনের সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশ সহ সভাপতি উস্তার আলী, উত্তর জেলার জেলা সভাপতি রাহুল দত্ত,জেলা সাধারণ সম্পাদক জহুর উদ্দিন,৫৪ কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের ইউনিট সভাপতি অরিজিৎ নাথ প্রমুখ।এদিন ইউনিট সভাপতি অরিজিৎ নাথ একে একে ২৩ জনের বিধানসভা ভিত্তিক পূর্নাঙ্গ কমিটির সকল সদস্য সদস্যাদের নাম ঘোষণা করেন। পূর্নাঙ্গ কমিটি গঠনের পর উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে প্রতিটি জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রের ইউনিট নিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হচ্ছে।এই সংগঠন সকল অংশের শ্রমিকদের স্বার্থেই নিয়োজিত।আগামী দিনেও সংগঠনের তরফে জেলার শ্রমিকদের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে। অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন,৫৪ কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে বিজেপির ঘাঁটি থাকলেও আজ পর্যন্ত সেই কেন্দ্র থেকে বিজেপি দলের সৈনিককে বিধানসভায় পাঠানো সম্ভব হয়নি।তাই সকল ভেদাভেদ, গৃহযুদ্ধ দূর করে আগামীদিনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে জয়ী করে বিজেপি হাত শক্ত করার অঙ্গীকার বদ্ধ হন সংঘটনের সদস্যরা।এদিন ভারতীয় জনতা মজদুর সংঘের বিধানসভা ভিত্তিক পূর্নাঙ্গ কমিটিতে গৃহবন্দী অনেক আদি বিজেপিকে দেখা যায়।সাথে এদিন উত্তর জেলার জেলা কমিটির তরফে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের ইউনিট সভাপতি বিধান দাস,বাগবাসা বিধানসভা কেন্দ্রের ইউনিট সভাপতি রঞ্জিত নাথ ও
কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রের ইউনিট সভাপতি ভরত নাথের নামও ঘোষণা করা হয়।