Home ত্রিপুরা নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে দক্ষিণ জেলা ভিত্তিক যুব উৎসব বিলোনিয়াতে

নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে দক্ষিণ জেলা ভিত্তিক যুব উৎসব বিলোনিয়াতে

by News On Time Tripura
0 comment

বিলোনিয়াঃ

দক্ষিণ জেলা ভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হয় সোমবার বিলোনিয়াতে।
প্রদীপ প্রজ্জ্বলন ও রাষ্ট্রীয় গীতের মধ্য দিয়ে এই দিনের যুব উৎসবের সুচনা হয় বিলোনিয়া আর্য কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের কনফারেন্স হলে । নেহেরু যুব কেন্দ্র গৌমতি জেলা শাখা ও ভারত সরকারের যুব কল্যাণ, ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত হয় যুব উৎসব। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে ১২ ই জানুয়ারি দিনটি জাতীয় যুব দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে। ভারতের যুব সমাজকে দেশ গঠনের কাজে এক সমবেত শক্তিতে পরিণত করতে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে নিয়ে এই দিনের যুব উৎসব আয়োজিত হয়। দক্ষিণ জেলা ভিত্তিক আয়োজিত যুব উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা শাসক সাজু ওয়াহিদ (এ), জেলা সহ সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ,আর্যকলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ, কাউন্সিলর বাবুল ভৌমিক সহ নেহেরু যুব কেন্দ্রের গৌমতি জেলার অধিকর্তা ও অন্যান্য অতিথিরা। উপস্থিত অতিথিরা আলোচনা রাখতে গিয়ে, স্বামীজির আদর্শ ভাব ধারা তুলে ধরে, যুবকদের দেশ গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান রাখেন।

You may also like