
বিলোনিয়াঃ
সারাভারত কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে সোমবার বিলোনিয়া প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উপ অধিকর্তার নিকট কৃষকদের বিভিন্ন অর্থনৈতিক দাবির ভিত্তিতে এক প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করে। মূলত সাত দফা দাবির ভিত্তিতে এদিন ডেপুটেশন প্রদান করা হয়। সাত দফা দাবি গুলো হল, কৃষকদের বিভিন্ন স্কিমে আর্থিকভাবে সাহায্য করা, বিভিন্ন প্রাণিসম্পদ হাসপাতাল গুলিতে প্রয়োজনীয় ডাক্তার ও কর্মী নিয়োগ করা, গাভী প্রজনন প্রক্রিয়া পুনরায় চালু করা এবং এর জন্য নির্দিষ্ট কর্মীদের কাজে লাগাতে হবে, প্রাণিসম্পদ পালনে কৃষকদের সচেতনতা শিবির করতে হবে, নতুন নতুন সাব সেন্টার স্হাপন করা এ দাবিগুলি সহ আরো অন্যান্য দাবি নিয়ে এদিনের প্রতিনিধি মূলক ডেপুটেশন। ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নেতৃত্বরা জানান প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে উপ অধিকর্তা তাদের দাবিগুলির সঙ্গে সহমত পোষণ করেন এবং যে বিষয়গুলি উনার এক্তিয়ারে আছে সেগুলি সহসায় সমাধান করবেন আর বাকি দাবি গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেবেন বলে জানান এদিনের প্রতিনিধি দল,পাশাপাশি বলেন এ দাবি গুলো সহসায় কার্যকর না হলে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে। পাঁচ জনের প্রতিনিধি দলে ছিলেন কৃষক সবার বিলোনিয়া মহকুমা সম্পাদক বাবুল দেবনাথ, শহরাঞ্চল সম্পাদক বিকাশ পাল, কৃষক নেতা খোকন মজুমদার , রুহানি দেবনাথ , নেত্রী শিপ্রা ধর ।