বিলোনিয়াঃ
বিশ্ব রক্তদান দিবসকে সামনে রেখে দক্ষিণ জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সোমবার সকাল ১১ টা নাগাদ দক্ষিণ জেলা মুখ্য স্বাস্হ আধিকারিক এর কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সূচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা। স্বাস্থ্য দপ্তরের দক্ষিণ জেলার বিভিন্ন বিভাগের কর্মীরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথিরা আলোচনা রাখতে গিয়ে রক্তদান যে একটি মহৎ কাজ এবং রক্তদানের মধ্যে দিয়ে একজন মূমুর্ষ রোগীর প্রাণ ফিরিয়ে দেওয়া যায়, রক্তদানে আরো বেশি পরিমাণ মানুষকে উৎসাহিত করে এই কর্মযজ্ঞে শামিল করার আহ্বান রাখেন ।পাশাপাশি রক্তদানে মানুষের যে ভয় ভীতি সেটাকে সবার সম্মিলিত প্রচেষ্টায় ও সচেতনতার মধ্যে দিয়ে কাটিয়ে উঠার কথাও বলেন এদিনের অনুষ্ঠানের অতিথিরা।বিশ্ব রক্তদাতা দিবসে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ, শরৎ নায়েক এসিস্টেন্ট কালেক্টর দক্ষিণ ত্রিপুরা, পুরপিতা নিখিল চন্দ্র গোপ বিলোনিয়া পৌর পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, মহকুমা স্বাস্থ্য আধিকারিক বিমল কলোই, সাবরুম মহকুমা স্বাস্হ্য অধিকারী সন্তোষ দেববর্মা ,সোহাদ্য চক্রবর্তী ডি আই সি, এবং দক্ষিণ জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত দাস সহ অন্যান্য অতিথিরা। রক্তদানে উৎসাহিত করার জন্য এই দিনের অনুষ্ঠানে যারা বিভিন্ন সময় স্বেচ্ছায় রক্তদান করে মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়িয়েছেন এই ধরনের পাঁচ জন রক্তদাতার হাতে ট্রফি তুলে দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়।