বিলোনিয়াঃ শুক্রবার বিজেপির ভারতীয় জনতা যুব মোর্চার দক্ষিণ জেলা সভাপতি বিপুল ভৌমিক যুব মোর্চার পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করেন। বিলোনিয়া দক্ষিণ জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই 31 জনের কমিটির নাম ঘোষণা করেন। সাধারণ সম্পাদক রয়েছেন দুজন শুভময় মজুমদার এবং সায়ন্তন দত্ত। এছাড়াও সভাপতি ছাড়া চারজন রয়েছেন সহ-সভাপতি 5 জন সম্পাদক। সাতটি মন্ডলকে গুরুত্ব দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। আগামী দিনে দলকে এবং যুব মোর্চাক সংগঠনকে শক্তিশালী করতে এই কমিটি যথাযথ ভূমিকা পালন করে কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন সভাপতি বিপুল ভৌমিক। আসন্ন লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচন ছাড়াও ২০২৮ বিধানসভা নির্বাচনে এ জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে পদ্মফুল ফোটাবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন যুব মোর্চার জেলা সভাপতি বিপুল ভৌমিক।