Home বিনোদন “কলাকুঞ্জ” – আবারো অভিনব উদ্যোগ বিধায়ক সুশান্তের

“কলাকুঞ্জ” – আবারো অভিনব উদ্যোগ বিধায়ক সুশান্তের

by News On Time Tripura
0 comment

বিশালগড় প্রতিনিধিঃ আবারো অভিনবত্বের পরিচয় রাখলেন বিশালগড়ের তরুণ বিধায়ক সুশান্ত দেব। বিধায়ক হবার পর থেকেই বিভিন্ন সময় একটু ভিন্ন ধরনের কাজের মধ্য দিয়ে সারা রাজ্যেই নজির স্থাপন করে চলছেন বিজেপির এই তরুণ বিধায়ক । বিশালগড়ের সাংস্কৃতিক জগতকে সমৃদ্ধ করে তুলতে এবার এলাকার গুণীজনদের একসাথে ডাকলেন বিধায়ক। সম্পুর্ন অরাজনৈতিক চিন্তাভাবনায় এবং সংস্কৃতিকে রাজনীতিমুক্ত করে সাবলীল গতিতে ধাবিত করে বিশালগড়ের সামগ্রিক বিকাশে ‘কলাকুঞ্জ’ নামে এক অভিনব অনুষ্ঠানের সাক্ষী হল বিশালগড়বাসী।

বুধবার বিশালগড়ের একটি বেসরকারি প্রেক্ষাগৃহে বিশালগড়ের সংস্কৃতি জগতের সাথে যুক্ত প্রতিটি গুণীজনকে সম্মানিত করেন বিধায়ক। সাহিত্য চর্চা, সংগীত, নৃত্য, নাট্যচর্চা, যন্ত্র সংগীত, যোগাসন সহ বিভিন্ন ক্ষেত্রে বিশালগড়ের সংস্কৃতির বিকাশে যারা কাজ করেছেন এবং যারা কাজ করছেন তাদের প্রত্যেককে সম্মান জানান বিধায়ক নিজে। বিধায়ক বলেন বর্তমান প্রজন্মকে মোবাইলের অভ্যাস থেকে বেরিয়ে এসে সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। যুব সমাজকে নেশার কড়াল গ্রাস থেকে বাচাতেও সংস্কৃতির প্রসার অত্যাবশ্যক।

তারই সাথে বিধায়ক শিল্পীদের কাছে আবেদন রাখেন বাণিজ্যিক চর্চার পাশাপাশি প্রতিটি শিল্পী যদি তার গ্রামের দুই-একজন করে শিশুর সংস্কৃতি চর্চার দায়িত্ব গ্রহণ করেন তাহলে সকলের সম্মিলিত প্রয়াসে বিশালগড়ের সামগ্রিক পরিবেশকে সমৃদ্ধ করে তোলা অসম্ভব নয়।

You may also like