কৈলাশহরঃ
ঊনকোটি পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য মাঠে নামলো “কৈলাসহর উন্নয়ন মঞ্চ”। দুসরা জুন শুক্রবার সন্ধ্যা সাতটায় ঊনকোটি পর্যটন কেন্দ্রের উন্নয়নের কাজ খুব শীঘ্রই শুরু করার জন্য কৈলাসহর উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে দশজনের এক প্রতিনিধি দল ঊনকোটি জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমার নিকট ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনে কৈলাসহর উন্নয়ন মঞ্চের পক্ষ উপস্থিত ছিলেন উন্নয়ন মঞ্চের প্রচার সচিব ভাস্কর ঘোষ অধিকারী, উন্নয়ন মঞ্চের বরিস্ট সদস্য মলয়েন্দু ঘোষরায়, অসীম পাল, বিধান দাস, ধীরাজ দেবনাথ, জয়দীপ রায়, বাবুল ধর, সিরাজুল ইসলাম, জয়দ্বীপ রায়। ডেপুটেশন শেষে কৈলাসহর উন্নয়ন মঞ্চের প্রচার সচিব ভাস্কর ঘোষ অধিকারী জানান যে, ঊনকোটি পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার সাম্প্রতিক কালে দুই কোটি প্রদান করেছে। কিন্তু এই উন্নয়নে বাঁধা দিচ্ছে বন দপ্তর। বিশেষ করে জেলার বন দপ্তরের এক উচ্চ পদস্থ আধিকারিক ঊনকোটি পর্যটন কেন্দ্রের উন্নয়নের কাজে বাঁধা দিচ্ছে বলে জানান ভাস্কর ঘোষ অধিকারী। এই বাঁধার ফলে দুই কোটি টাকা দিল্লি ফিরে যাচ্ছে বলেও জানান। এই টাকা কোনো ভাবেই ফেরত যেতে পারবে না বলে উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে জেলাশাসককে জানানো হয়।
জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা জানান যে, ঊনকোটি পর্যটন কেন্দ্রের যে অংশে উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার দুই কোটি দিয়েছে সেই অংশটি বন দপ্তরের অধীনে রয়েছে। রিজার্ভ ফরেস্ট হবার ফলে বন দপ্তরের পক্ষ থেকে অনুমতি দেওয়া হচ্ছে না। তবে সূত্রের খবর, ঊনকোটিকে কেন্দ্র করে কেন্দ্রীয় পর্যটন দপ্তরের পক্ষ থেকে ৬৫কোটি টাকা এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষ থেকে ৭০কোটি টাকা বরাদ্দ হয়েছে। মোট এই ১৪০কোটি টাকার কাজের টেন্ডারও ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং আগামী তিন মাসের মধ্যে কাজ শুরু হবে বলেও জানা যায়।