Home ত্রিপুরা কদমতলায় তৃনমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন

কদমতলায় তৃনমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন

by News On Time Tripura
0 comment
কদমতলা

কদমতলাঃ তৃনমূল কংগ্রেসের চমকপ্রদ ইস্তেহার সহ শুক্রবার সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের উত্তর জেলায় নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ উত্তর জেলার ৫৪ কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস দলের চুরাইবাড়িস্হিত অফিস কার্যালয়ে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ সাংসদ সুস্মিতা দেব। তাছাড়া উপস্থিত ছিলেন কদমতলা কুর্তি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল হাসিম,বাগবাসা কেন্দ্রের প্রার্থী বিমল নাথ, প্রদেশ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি শিবম সাহা সহ অনান্যরা। এদিনের সাংবাদিক সম্মেলনে সাংসদ সুস্মিতা দেব বলেন,ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের আসনে প্রার্থী দিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস দল।আগরতলায় রোড় শোতে অংশ গ্রহন করেছেন তৃণমূল কংগ্রেস দলের সর্বভারতীয় সভানেত্রী তথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।করে গেছেন নির্বাচনী জনসভাও।এবার উত্তর জেলার কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে তৃণমূল কংগ্রেস দলের মনোনীত প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিতে আসছেন তাঁর ভাইপো তথা সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।শুক্রবার তথা ১০ ফেব্রুয়ারি বেলা দুটোয় তৃণমূল কংগ্রেস দলের মনোনীত প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভায় ভাষণ রাখবেন তিনি। তাছাড়া এদিনের সাংবাদিক সম্মেলনে সাংসদ সুস্মিতা দেব আরো বলেন, তৃণমূলের নির্বাচনি ইস্তেহারে অনেক কিছুই আছে এই ভোট বাজারে।তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলে উত্তর ও উনকোটি জেলার মানুষের জন্য বিশেষ সুবিধা থাকবে। প্রশাসনিক কাজে আগরতলা ছুটে যেতে হবে না ঐ দুই জেলার নাগরিকদের। প্রতিমাসে গ্রাম পঞ্চায়েত ও বিধানসভায় হবে প্রশাসনিক শিবির।সর্বোপরি তিনি তৃণমূল কংগ্রেস দলের উদ্যোগে আয়োজিত শুক্রবারের নির্বাচনী জনসভায় সকল স্তরের জনসাধারনদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানান এদিনের সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে।

You may also like