মনুঃ
30 শে জানুয়ারি সোমবার 2023 ইংরেজি সাব্রুম মহকুমা শাসকের অফিসে নমিনেশন দাখিল করেন 39 মনু বিধানসভা কেন্দ্রের তিপ্রামথা দলের প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরা ১২টা নাগাদ দলীয় সমর্থকদের সাথে নিয়ে। প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরার হাত থেকে নমিনেশন পত্র গ্রহণ করেন 39 মনু বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ধনবাবু রিয়াং, ধনঞ্জয় ত্রিপুরা জানান বর্তমানে রাজ্য রাজনীতিতে সবচাইতে বেশি প্রাসঙ্গিক তিপ্রামথা দল- তাই জয় সম্বন্ধে শতভাগ নিশ্চিত তিনি।
উল্লেখ থাকে যে গত বিধানসভা নির্বাচনে বর্তমান তিপ্রা মথা দলের প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরা বিজেপি আইপিএফটি জোটের প্রার্থী হিসেবে সিপিআইএম প্রার্থী প্রভাত চৌধুরীর কাছে মাত্র ১৯৩ ভোটের ব্যবধানে পরাজিত হলেও এবার তিপ্রা মথা দলের প্রার্থী হিসেবে জয়ের ব্যাপারে আশাবাদী।