Home ত্রিপুরা রাজনৈতিক ময়দানে কাম বেক করলেন জয়দুল

রাজনৈতিক ময়দানে কাম বেক করলেন জয়দুল

by News On Time Tripura
0 comment
বিশালগড়

জামিন পেয়ে আবারো বিশালগড়ে ফিরল জয়দুল হুসেন। বিশালগড়ের রাউৎখলায় বিজেপি কংগ্রেস সংঘর্ষের মামলায় অভিযুক্ত ছিলেন জয়দুল হুসেন। বিশালগড়ের দীর্ঘ দিনের কংগ্রেস কর্মী তথা ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে জয়দুল হুসেন বিশালগড় থেকে কংগ্রেসের প্রার্থী ছিলেন। কংগ্রেসের দুঃসময়ের কর্মীদের মধ্য জয়দুলের নাম অবশ্যই অনিস্বীকার্য। এক সময় যখন বিজেপির ঝড়ে রাজ্যের কংগ্রেস নেতারা এক এক করে বিজেপিতে যোগ দিচ্ছিলেন সেই সময়ে কংগ্রেসের পতাকা তলে বিশালগড়ে দাঁড়িয়ে ছিলেন জয়দুল হুসেন। নিজের মত করে আকড়ে ধরে রেখেছেন সংগঠনকে। এর খেসারতে নিজ দলের সভাপতির উপর আক্রমনের ভুয়া মামলায় তাকে হয়রানির শিকার হতে হয়েছে। তবে ২০২৩ এর নির্বাচনের প্রাক মুহুর্তে আবারো বিশালগড়ে নেমে পড়েছেন জয়দুল হুসেন। ইদানিং কালের চর্চিত রাজনৈতিক হত্যার ঘটনা চড়িলামের সহীদ মিঞার হত্যা মামলা। সোমবার সহীদ মিঞার বাড়িতে গিয়ে মৃত সহীদ মিঞার কবরে পুষ্পাঞ্জলী অর্পন করে রাজনৈতিক ময়দানে বেক করলেন জয়দুল। সহীদ মিঞার বাড়ি থেকেই শাসক বিজেপিকে টার্গেট করলেন জয়দুল। তিনি দাবি করেন একদিকে পুলিশ বিরোধী কর্মীদের মিথ্যা মামলায় জড়াচ্ছে আর অন্যদিকে প্রকাশ্যে নৃশংস হত্যা করেও বিজেপি কর্মীরা মন্ত্রীদের সাথে প্রকশ্যে ঘুরে বেড়াচ্ছে। ইদানিং কালে বিশালগড়ে জাতীয় কংগ্রেস বেকফুটে থাকলেও জয়দুলের আগমনে পুনরায় শক্তি বৃদ্ধির স্বপ্ন দেখছে কংগ্রেস কর্মীরা।

You may also like