Home VIDEO সুশাসনে বিদ্যালয়ে শিক্ষকের ভূমিকায় ছাত্র

সুশাসনে বিদ্যালয়ে শিক্ষকের ভূমিকায় ছাত্র

by News On Time Tripura
0 comment
কমলাসাগর

কমলাসাগরঃ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী সংখ্যা ১২২ শিক্ষক-শিক্ষিকার সংখ্যা মাত্র তিন। তাও নিয়মিত নয় কোনদিন দেখা যাচ্ছে একজন আবার কোনদিন দেখা যাচ্ছে দুইজন। যার পরিপ্রেক্ষিতে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ছাত্রছাত্রীরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পাঠ দিচ্ছেন। ঘটনা কমলাসাগর বিধানসভার মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাত বিভাগে। যদিও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে আরম্ভ করে অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের পরিচালন কমিটিকে দায়ী করলেন। ঘটনা বিবরণে জানা যায় কমলাসাগর বিধানসভার মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাত্য বিভাগে ছাত্র-ছাত্রী রয়েছে ১২২ জন শিক্ষক শিক্ষিকা মাত্র তিনজন। কিন্তু নিয়মিত তিন জন শিক্ষক- শিক্ষিকা আসছে না বিদ্যালয়ে। কখনো দেখা যাচ্ছে একজন আবার কখনো দেখা যাচ্ছে দুইজন। পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা প্রায় সময় প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পাঠ দিতে হচ্ছে। কারণ একজন কিংবা দুজন শিক্ষক-শিক্ষিকা দ্বারা কখনো সম্ভব হবে না পাঁচটি ক্লাসে শিক্ষা দিতে। এলাকার অভিভাবক মহল এবং ছাত্র-ছাত্রীরা দীর্ঘদিন যাবত বিদ্যালয়ের নিষ্ক্রমা প্রধান শিক্ষকের নিকট দাবি জানানোর পরেও আজ পর্যন্ত কোন গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। আরো অভিযোগ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল খাওয়ার ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। নোংরা খাবার কিংবা অপরিশুদ্ধ জল দিয়ে সেই মিড ডে মিল খাওয়াচ্ছে। তার পাশাপাশি মিড ডে মিলের ডিমের মধ্যে সমস্যা বিস্তর রয়েছে এবং মিড ডে মিলের খাবারের মধ্যে পোকা পাওয়া যাচ্ছে বলে ছাত্র-ছাত্রীরা অভিযোগ করেন। এদিকে আরও অভিযোগ বিদ্যালয়ের পরিবেশ বর্তমানে নাজেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। ক্লাসের দৱজাৱ সামনে মদের এবং এস্কপের বোতল দেখা যাচ্ছে অথচ বিদ্যালয় পরিচালন কমিটি কোন ভূমিকা গ্রহণ করেনি। এদিকে আরো অভিযোগ বিদ্যালয়ের বর্তমানে যে পরিচালন কমিটির চেয়ারম্যান রয়েছে সে দায়িত্ব পাওয়ার পর থেকেই বিদ্যালয়টিকে নরকগোজাৱে পরিণত করে তুলেছে।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato