ঊনকোটি ঃ মঙ্গলবার ঊনকোটি জেলার তিনটি বিধানসভা এলাকায় বেশ কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। তবে এদিন স্থানীয় মহকুমা সাংবাদিকদের ব্রাত্য রেখেই মুখ্যমন্ত্রী অনুষ্ঠান করেন। কুমারঘাট মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভাশিষ সেনগুপ্ত নিজের মর্জি মাফিক দুএকজন সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েই দায়িত্ব খালাসের কাজ করেন প্রতিক্ষেত্রে। মুখ্যমন্ত্রীর গুরুত্বপুর্ন জেলা সফর নিয়েও খামখেয়ালি তথ্য আধিকারিকের। উনার বদান্যতায় এদিন মহকুমার অধিকাংশ সাংবাদিকদের লজ্জিত হতে হয়েছে। সুত্রের খবর এই তথ্য পেয়ে মুখ্যমন্ত্রীও বেজায় ক্ষুব্ধ মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিকের উপর।
মুখ্যমন্ত্রী এদিন প্রথমে ফটিকরায় বিধানসভার আম্বেদকর কলেজ প্রাঙ্গণে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট উপজাতি ছাত্রী নিবাস সহ কলেজের একটি নবনির্মিত লাইব্রেরীর উদ্বোধন করেন এবং কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করে গাছের চারা রোপন করেন। দ্বিতীয় অনুষ্ঠানে পাবিয়া ছড়া বিধানসভার নাইটিং ছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন এবং তৃতীয় অনুষ্ঠানে পেচারথল বিধানসভার পেচারথল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর দ্বিতল ভবন, অত্যাধুনিক স্কুল মাঠ, পেচারথল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবন, আন্ধাই ছড়া বুদ্ধ ঝরনা রোড ও ষোল নালা থেকে বাগাইছড়া পাকা রাস্তর উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান দাস , ফটিকরায় বিধানসভার বিধায়ক সুধাংশ দাস, ঊনকোটি জেলার জেলাশাসক বিশাল কুমার, পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর, সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকগন। ঊনকোটি জেলার তিনটি বিধানসভার একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনের মূল অনুষ্ঠানটি হয় পেচারথল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে।