Home ত্রিপুরা উদ্বোধনের অপেক্ষায় ৫০ সজ্জা বিশিষ্ট ছাত্রী নিবাস

উদ্বোধনের অপেক্ষায় ৫০ সজ্জা বিশিষ্ট ছাত্রী নিবাস

by News On Time Tripura
0 comment
কুমারঘাট, ত্রিপুরা

কুমারঘাট, ত্রিপুরা ঃ উদ্বোধনের প্রহর গুনছে ফটিকরায় আম্বেদকর কলেজের পঞ্চাশ সজ্জা বিশিষ্ট ছাত্রী নিবাস। ফটিকরায় আম্বেদকর কলেজ প্রাঙ্গণে ১কোটি ৬৮লক্ষ টাকা ব্যয় করে নবনির্মিত ৫০ আসন বিশিষ্ট উপজাতি ছাত্রী নিবাসের  দ্বিতল ভবন নির্মাণ কাজ শেষ।  ১৬ মাসে তৈরী হয় ছাত্রী নিবাসটি। আগামীকাল অর্থাৎ ২০শে ডিসেম্বর এই বিল্ডিং এর নতুন  ফলক উন্মোচন হতে যাচ্ছে । এই ছাত্রী নিবাসটি অবশ্যই এলাকায় জনজাতি ছাত্রীদের শিক্ষায় গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করবে। 

You may also like