শুধু ক্লাবের জার্সিতে নয়, দেশের জন্যও তিনি নিবেদিত প্রাণ। দেশকে বিশ্বদরবারে সেরার শিরোপা এনে দিতে নিজের সবটুকু উজাড় করে দিতে পারেন তিনি। দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে কাঙ্ক্ষিত ট্রফি এসে দিয়েছেন তিনি। প্রমাণ করেছেন তিনিই সর্বকালের সেরা। বিশ্বজয়ের পর তাই সেই লিওনেল মেসিকে শুভেচ্ছা জানাতে কার্পণ্য করলেন না কিংবদন্তি পেলে। বলে দিলেন, যোগ্য হিসেবেই বিশ্বকাপ পেয়েছেন মেসি। বিশ্বকাপ (FIFA World Cup 2022) চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন ফুটবল সম্রাট পেলে। তবে দলের মনোবল অটুট রাখতে হাসপাতালের বেডে শুয়েই নেইমারদের বার্তা দিয়েছিলেন। ব্রাজিলকে সমর্থন জানিয়েছিলেন। কিন্তু কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে ছিটকে যায় সেলেকাওরা। উলটোদিকে একের পর এক হার্ডল পেরিয়ে ফাইনালে পৌঁছায় আর্জেন্টিনা। আর রুদ্ধশ্বাস ফাইনালে বাস্তিল দূর্গ ভেঙে জয়ের ইতিহাস রচনা করেন মেসি (Lionel Messi)। প্রথমবার বিশ্বজয়ের স্বাদ চেটে-পুটে উপভোগ করেন ৩৪ বছরের রোজারিওর রাজপুত্র। তাঁর এহেন কৃতিত্বে শামিল না হলে উপায় আছে? তাই তো মেসিকে প্রশংসায় ভরিয়ে দিলেন পেলে (Pele)।