
ডেস্ক রিপোর্টঃ
শেষ হয়ে গেল চ্যাম্পিয়ান্স ট্রফি। জয়ী হয়ে দেশে ফিরে এসেছে ভারতীয় দল । বিশ্বের সবকয়টি দল তাদের সেরাটা নিংড়ে দিয়েছে আইসিসি’র এই ট্যুর্নামেন্টের জন্য। এবার সেই ট্যুর্নামেন্ট থেকে সেরাদের নিয়ে দল বানালেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে প্রতিযোগিতার সেরা একাদশ বেছে নিয়েছে আইসিসিও। পাশাপাশি সেরা একাদশ বেছেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও। তাঁর দলে চার জন ভারতীয় জায়গা পেয়েছেন। তবে সেই তালিকায় রোহিত শর্মা ও মহম্মদ শামি নেই। চার ভারতীয় ছাড়া নিউ জ়িল্যান্ডের তিন এবং অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ডের এক জন করে ক্রিকেটারকে নিয়েছেন অশ্বিন।
অশ্বিনের সেরা একাদশ— রাচিন রবীন্দ্র, বেন ডাকেট, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, জস ইংলিস, ডেভিড মিলার, আজ়মাতুল্লা ওমরজাই, মাইকেল ব্রেসওয়েল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ম্যাট হেনরি। দ্বাদশ ব্যক্তি— মিচেল স্যান্টনার।