Home Uncategorized পতাঞ্জলীর সাথে চুক্তি করছে রাজ্য সরকার ! মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন পতাঞ্জলীর সাধারণ সম্পাদক আচার্য বালাকৃষ্ণ

পতাঞ্জলীর সাথে চুক্তি করছে রাজ্য সরকার ! মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন পতাঞ্জলীর সাধারণ সম্পাদক আচার্য বালাকৃষ্ণ

by News On Time Tripura
0 comment

আগরতলাঃ

পতঞ্জলি যোগপীঠের মহাসচিব ডঃ আচার্য বালকৃষ্ণ এবং তার দলের সাথে সম্ভাব্য অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছে রাজ্য সরকার। যোগব্যায়াম, আধ্যাত্মিক, পর্যটন, সুস্থতা, জীববৈচিত্র্য, শিক্ষা এবং আরও অনেক কিছুর উপর আলোকপাত করা হয়। শীঘ্রই ত্রিপুরার আর্থ-সামাজিক প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে পতাঞ্জলীর সাথে। সচিবালয়ে মুখ্যমন্ত্রীর সাথে গুরুত্বপুর্ন বৈঠক। সিপাহীজলা অভয়ারণ্যের উন্নয়নে কাজ করতে পারে পতাঞ্জলী। মাতাবাড়িতেও পর্যটন স্থলের উন্নয়নে কাজ করতে পারে এই সংস্থা। 

You may also like