বিশালগড় ঃ ২১শে ডিসেম্বর রোজ বুধবার বিশালগড়ের রাউৎখলায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হতে চলেছে । এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল নাওয়াছায়ে শাইখুল ইসলাম মাদানী ও অফিস সম্পাদক জমিয়ত উলামায়ে হিন্দ, বিশিষ্ট আলিম ও অলী হযরত মাওলানা সৈয়দ আজহার মাদানী সাহেব (দামাত বারাকাতুহুম) (নতুন দিল্লি) । আমন্ত্রিত বিশেষ উলামায়ে কেরাম সাধারণ সম্পাদক ইমাম ও উলামা পরিষদ, পশ্চিমবঙ্গের বিখ্যাত ঐতিহাসিক বক্তা হজরত মাওলানা শেখ সিদ্দিকুল্লাহ সাহেব(ডোমজুয) হাওড়া। এছাড়াও দেশ বরেণ্য উলামায়ে কেরাম তশরিফ আনিবেন ইনশাল্লাহ । মাদ্রাসা মসজিদ এর ছাদ ঢালাই এর কাজ চলছে তাই সকল ভাই-বোনদের নিকট আর্থিক সাহায্য করার জন্য বিশেষ আবেদন করা হয়েছে। বিদ্র- মহিলাদের মাহফিল আগামী ২০শে ডিসেম্বর সকাল ১০ ঘটিকা থেকে জুহর পর্যন্ত অনুষ্ঠিত হইবে । এই মাহফিলে সকলকে উপস্থিত থেকে সুন্দর ও সুদৃঢ় করার অনুরোধ জানানো হয়েছে মাহফিল কমিটির পক্ষ থেকে।