ধর্মনগরঃ এবার জল নিয়ে আজব ঘটনা। স্বামী স্ত্রী ও ছেলের সঙ্গবদ্ধ হামলায় গুরুতর আহত প্রতিবেশী মহিলা। সাপ্লাই থেকে মটর দিয়ে জল নেওয়া নিয়ে ধুন্ধুমার কান্ড। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের সাত নং ওয়ার্ডে। জানা গেছে শনিবার বিকেল আনুমানিক চারটা নাগাদ ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের সাত নং ওয়ার্ডের বাসিন্দা মালতি মালাকার সাপ্লাই থেকে মটর দিয়ে জল নেওয়ার সময় প্রতিবেশী অন্তত মালাকার তার স্ত্রী সুনিতি মালাকার ও ছেলে অমিত মালাকার প্রতিবাদ জানায়। একটা সময় প্রতিবেশী স্বামী স্ত্রী ও ছেলে একত্রিত ভাবে সংঘবদ্ধ ভাবে ঐ মহিলার উপর চরাও হয়ে মারধর করে বলেও অভিযোগ। পরে আহত মহিলা ধর্মনগর মহিলা থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জানা গেছে পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। অপরদিকে আহত মহিলা জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানা গেছে।