
প্রয়াগরাজ:
বিবাদ যেন থামার নাম নিচ্ছেনা কুম্ভে। সঙ্গম ঘটে পদপিষ্ঠের ঘটনা পর আরো এক ঘটে পদপিষ্ঠের ঘটনা সামনে এল। তার সাথে এবার আরেক বিপত্তি কুম্ভমেলায়। পদপিষ্ট হওয়ার পরের দিন আগুন লাগল মেলার সেক্টর ২২-এ। পুড়ে গেল বেশ কয়েকটি তাঁবু। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছল দমকল বাহিনী। প্রশাসনের আধিকারিকেরাও পৌঁছে গিয়েছে সেখানে। যদিও তাঁবুতে ঐসময় কোনও মানুষ না থাকায় কোন প্রাণহানি ঘটেনি। তবে আগুনের কারণ ঠিকমত জানা যায়নি। তবে এবারের কুম্ভে এই আগুনের ঘটনা নতুন নয়। গত ১৯ জানুয়ারি আগুন লেগেছিল কুম্ভমেলার সেক্টর ১৯-এ। প্রায় ১৮০টি তাঁবু পুড়ে ছাই হয়ে গিয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে কুম্ভমেলার সেক্টর ২২-এর একটি তাঁবুতে আগুন লাগে। তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। জুনা আখড়ার প্রায় ১৫টি তাঁবু পুড়ে গিয়েছে । তবে এইভাবে অনভিপ্রেত ঘটনায় প্রশাসন এবং রাজ্য সরকারের উপর আঙুল উঠছে। অনেকেই এর জন্য সরকারকে দায়ী করছেন। বিশেষত বিরোধীরা সরাসরি সরকারকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে।