বিলোনিয়া :
পূর্ত দফতরের গাফিলতি এবং যান চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনা সংঘটিত।।ছয়ঘড়িয়া চৌদ্দ দেবতা মন্দির সংলগ্ন বিলোনিয়া শান্তিরবাজার সড়কে ভেঙ্গে পড়ল ব্রিজ। দুর্ঘটনার কবলে বালি বোঝাই ১০ চাকার একটি ট্রিপার গাড়ি। ঘটনা রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ। গত আড়াই মাস আগে ভয়াবহ বন্যায় ভেঙ্গে গিয়েছিল শান্তিরবাজার এবং বিলোনিয়া যাতায়াতের মূল সড়কের ছয়ঘড়িয়া চৌদ্দ দেবতা মন্দির সংলগ্ন এলাকায় এই ব্রিজটি। পরবর্তী সময়ে বিলোনিয়া পূর্ত দপ্তরের পক্ষ থেকে এক মাস পর অন্য কোথাও থেকে পুরনো একটি ব্রিজের সরঞ্জাম এনে এখানে হিগিং ব্রিজ তৈরি করে দেওয়া হয়। যেই ব্রিজ তৈরি করার এক মাসের মধ্যেই আবার বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে ছিল। তখন আমাদের নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে খবর সম্প্রচার করা হয়। এই খবর দেখে দপ্তরের আধিকারিকরা খবর প্রকাশের পরের দিন কাজে হাত লাগায় এবং বেশ কিছু নতুন সরঞ্জাম লাগিয়ে মেরামত করা করে দে। কিন্তু নতুন ভাবে মেরামত করার পর আবার এক মাসের মাথায় আজকের দিনে এ ভয়াবহ যান দুর্ঘটনা। বালি বোঝাই ১০ টাকার এই ট্রিপার গাড়িটি বিলোনিয়ার দিক থেকে শান্তিবাজার দিকে যাচ্ছিল। হঠাৎ ছয়ঘড়িয়া চৌদ্দ দেবতা মন্দির সংলগ্ন এই ব্রিজের উপর উঠতেই বাঁদিকে কাত হয়ে যায়। তবে দপ্তরের পক্ষ থেকে ছোট্ট পরিসরে একটি সাইনবোর্ড লাগানো হয়, যে ৮ টনের উপর মালামাল নিয়ে এ রাস্তা দিয়ে যান চলাচল করতে পারবে না। কিন্তু যেভাবে সাইনবোর্ড লাগানো হয়েছে সেই সাইনবোর্ড কোন যানচালকদের নজরেই পড়ে না। যার ফলে যান চালকরা এখান দিয়ে চলাচল করছেন। স্থানীয়রা এখানে দপ্তরের গাফিলতি দিকে আঙ্গুল তুলছেন। আজকের এই দুর্ঘটনার সময় ট্রিপার গাড়িতে শুধু চালক একাই ছিলেন, যদিও ঈশ্বরের অশেষ কৃপায় তিনি গাড়ি দুর্ঘটনা কবলে পড়ার মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান।।