ধর্মনগরঃ
সরকারি অফিস থেকে উধাও বহু মূল্যের আগর গাছ।এমনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটলো উত্তর ত্রিপুরা জেলার প্রেমতলা অগ্নি নির্বাপক দপ্তরের অফিসে।মূলত কদমতলা ও চুরাইবাড়ি থানা এলাকার একমাত্র অগ্নি নির্বাপক দপ্তরের অফিস প্রেমতলা বাজার এলাকায় অবস্থিত। সেখানে প্রতিদিন নিয়ম করে দপ্তরের কর্মীরা চব্বিশ ঘন্টা ডিউটিতে থাকেন। কিন্তু তাদের ডিউটি থাকা সত্ত্বেও দপ্তরের অফিস চত্ত্বর থেকে একটি বহু মূল্যের আগর গাছ চুরি হয়ে যায়। অবশ্য এলাকাবাসীরা সেই বিষয়ে জানতে চাইলে অফিস ইনচার্জ উমেশ চৌধুরী জানান তিনি পেছনের দিকের কোন খবর জানেন না। অর্থাৎ অফিসের সম্মুখে তাদের ডিউটি কিন্তু অফিসের পেছনে বাউন্ডারি থাকা সত্ত্বেও একটি দামী আগর গাছ চুরি হয়ে যাওয়ায় তাদের কিছু যায় আসে না। সে বিষয়ে দপ্তরের অফিসের ইনচার্জ ও অন্যান্য কর্মীদের একবারের জন্য আফসোসও করতে দেখা গেল না। তাতে স্থানীয় বাসিন্দা ও বাজার ব্যবসায়ীরা প্রশ্ন তুলেছেন আগর গাছটি চুরি হয়নি কর্মীদের সহযোগিতায় নিরাপদে অন্যের হাতে বিক্রি করা হয়েছে বলে। ফায়ার সার্ভিস অফিসের ঠিক পেছনেই রয়েছে এই বিশাল আগর গাছটি। কয়েক লক্ষ টাকা বাজার মূল্য হলেও বিগত দিনে কেউ বিক্রি করতে সাহস পাননি গাছটি। কিন্তু গত পরশু রাতে এত বিশাল গাছটি কেটে চোরের দল নিরাপদে নিয়ে চলে যায় অথচ চব্বিশ ঘন্টা কর্মীরা ডিউটিতে থাকা অবস্থায়, তা বিভিন্ন প্রশ্ন চিহ্নের তৈরি করছে। এই বিষয়ে প্রেমতলা বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীরা সরব হন। তারা সরাসরি জানান এটা নেহাতই চুরির ঘটনা নয়।অফিস কর্মীরা এ কান্ডের সঙ্গে নীরব ভাবে জড়িত রয়েছেন। এদিকে এই গাছটি উধাও হওয়ায় এলাকাবাসীদের মধ্যে ছিঃ ছিঃ রব বইছে অফিস কর্মীদের বিরুদ্ধে।তারা সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।