Home BREAKING NEWS অবৈধ প্রেমের পরিনতি..! OYO রুমে ডেকে প্রেমিকাকে ১৭ বার ছুরির কোপ ! গ্রেপ্তার প্রেমিক

অবৈধ প্রেমের পরিনতি..! OYO রুমে ডেকে প্রেমিকাকে ১৭ বার ছুরির কোপ ! গ্রেপ্তার প্রেমিক

by News On Time Tripura
0 comment

ব্যাঙ্গালুরুঃ

অবৈধ সম্পর্কের পরিনিতি, প্রেমিকাকে নৃশংস ভাবে খুন করল প্রেমিক। বেঙ্গালুরুর  কাছে কেনগেরির পূর্ণপ্রঞ্জা লেআউটে একটি OYO রুমে ডেকে প্রেমিকাকে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। গত শুক্রবার ৩৬ বছর বয়সি হরিণি ও পেশায় ইঞ্জিনিয়র ২৫ বছর বয়সি ইয়াস ওই হোটেলে গিয়ে ওঠেন। হোটেলের কর্মীরা জানিয়েছেন, ওইদিন রাতেই দু’জনের মধ্যে বচসা হয়। সেই বচসা থেকই হরিণির ওপর ধারালো কিছু দিয়ে আঘাত করে ইয়াস। এদিকে সোমবার এই খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দু’জনেই ব্যাঙ্গালুরুর কেনগেরি জেলার বাসিন্দা। অনুমান, দু’জনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এদিকে খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই সুব্যমণ্যপুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।  অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, জানিয়েছে পুলিশ।

You may also like