রাজ্যঃ নেশা মুক্ত ত্রিপুরা নয়, বরং নেশার স্বর্গ রাজ্যে পরিনত হয়েছে ত্রিপুরা। কারন নেশার কারবারে তালিকায় দেশের মধ্যে শির্ষে রয়েছে আমাদের রাজ্য। কথাগুলি আমাদের নয়, কথাগুলি রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা ঊনকোটি জেলা পুলিশ সুপার IPS কান্তা জাহাঙ্গিরের।
একদিকে রাজ্যের নানা প্রান্তে নিত্যদিন নেশা সামগ্রী সহ ধরা পড়ছে নেশা কারবারীরা। কিন্তু এর পরেও কোনও ভাবে বাগে যাচ্ছে না নেশার কারবার। গত ২৪ ঘন্টায় রাজ্যের বিভিন্ন প্রান্তে নেশা সামগ্রী সহ পুলিশের হাতে আটক হয়েছে ২১ জন নেশা কারবারী। মঙ্গলবার রাতে কুমারঘাট থানাধীন কুমারঘাট ৯১ নব্বই মাইল এলাকায় ৮ নং আসাম আগরতলা জাতীয় সডকে পুলিশের নাকা পয়েন্টে চেকিং চলাকালীন সময়ে ৫৫১ গ্রাম ব্রাউন সুগার সহ আটক হয় তিন নেশা কারবারী। আটককৃতরা হল সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের বিশমা দেব্বর্মা, বুদ্ধিরাম দেব্বর্মা এবং জৈষ্ঠ দেবর্মা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঊনকোটি জেলা পুলিশ সুপার IPS কান্তা জাহাঙ্গির বলেন, আটককৃতরা ব্রাউন সুগার গুলি আসামের শিলচর থেকে ML05Y6858 নম্বরের একটি হোন্ডাই সেন্ট্রো গাড়িতে করে রাজ্যে প্রবেশ করছিলেন। আটককৃত নেশা সামগ্রী গুলির বাজার মূল্য আড়াই কোটি টাকা। পুলিশ তাদের বিরোদ্ধে একটি NDPS মামলা গ্রহন করেছে। বুধবার তিন নেশা কারবারীকে কৈলাসহরস্থিত ঊনকোটি জেলা আদালতে প্রেরণ করা হবে।
অন্যদিকে মঙ্গলবার সকাল থেকে আর কেপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে নেশার বিরোদ্ধে একটি অপারেশন শুরু হয় শহর উদয়পুরে। রাত নটা পর্যন্ত এ অপারেশন চালিয়ে মোট 18 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় থানার পুলিশ। জানা যায় গ্রেফতার হওয়া ১৮ জনের মধ্যে দুজনের বাড়ি মেলাঘর এলাকায়। আর কে পুর থানার পুলিশ অভিযুক্ত ১৮ জনের বিরুদ্ধে এনডিপিএস এক্ট এ ১৩৬ নম্বর মামলা রোজো করে বুধবার উদয়পুর আদালতে প্রেরণ করে। পুলিশ জানিয়েছে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে।
একদিকে নেশার রমরমা বানিজ্য অপর দিকে লোক দেখানো পুলিশি অভিযান নেশা মুক্ত ত্রিপুরা গড়ার শ্লোগানকে কতটুকু সার্থক করতে পারবে তা-ই এখন দেখার।