Home খেলাধুলা উত্তর জেলাভিত্তিক এস.এম কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো দেওয়ানপাশায়

উত্তর জেলাভিত্তিক এস.এম কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো দেওয়ানপাশায়

by News On Time Tripura
0 comment

ধর্মনগরঃ

শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের দেওয়ান পাশা কলোনি এসবি স্কুল মাঠে উত্তর জেলা ভিত্তিক সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়।এই ফুটবল টুর্নামেন্টে মোট আটটি দল অনূর্ধ্ব ১৪ এবং অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকা বিভাগে যোগদান করে। অনূর্ধ্ব ১৪ বালক বিভাগে তিনটি দল রয়েছে।যার মধ্যে কাঞ্চনপুরের ব্লু মান্ট ইংলিশ মিডিয়াম স্কুল,ধর্মনগরের হুরুয়া হাই স্কুল এবং পানিসাগরের হলিক্রস হাই স্কুল। অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে যোগদান করে কাঞ্চনপুরের ব্লু মান্ট ইংলিশ মিডিয়াম স্কুল এবং পানিসাগরের জলে বাসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।ছেলেদের অনূর্ধ্ব ১৭ তে যোগদান করে পানিসাগরের হলি ক্রস হাই স্কুল, ধর্মনগরের কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কাঞ্চনপুরের মমপউই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন উত্তর জেলার জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস। তাছাড়া উপস্থিত ছিলেন যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মহিলা দেবনাথ,উত্তর জেলার ক্রীড়া দপ্তরের হিস্টেন ডাইরেক্টর অমিত কুমার যাদব‌ প্রমুখ। উদ্ধোধনী অনুষ্ঠান শেষে উদ্ভোদক ভবতোষ দাস তাঁর বক্তব্যে বলেন খেলাধুলা,পড়াশোনা,কৃষি ক্ষেত্র, তথ্য প্রযুক্তি বিভিন্ন দিকে আমাদের এই ছোট পার্বত্য রাজ্য ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে একটা বিশেষ স্থান অধিকার করার ক্ষমতা রাখে।তাই সবাইকে যার যার ক্ষেত্রে নিরলস পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। উত্তর জেলার তিনটি মহাকুমা থেকে জয়ী হয়ে তিনটি দল উত্তর জেলার প্রতিনিধিত্ব করার জন্য নিজেদেরকে তৈরি করে আজকে অবতীর্ণ হয়েছে। তার থেকে যারা সেরা শিরোপা পাবে তারা উত্তর জেলার প্রতিনিধি হয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।তাই সকলের সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য খেলোয়াড়দের প্রতি তিনি আশা ব্যক্ত করেন।

You may also like