
ডেস্ক রিপোর্টঃ
টি-টোয়েন্টিতে ১৭ বছর পর সুযোগ এসেছে পুনরায় বিশ্বজয়ের। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তার পর কেটে গিয়েছে ১৭ বছর। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা হয়নি ভারতের ২০০৭ সালে অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এই জয়ের মধ্য দিয়েই জন্ম নিয়েছিল ভারতীয় ক্রিকেট জগতের এই কিংবদন্তী। পরে বিরাট কোহলি নেতৃত্ব দিয়েছেন। রোহিত শর্মাও গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক ছিলেন। কিন্তু তাঁরা ট্রফি জিততে পারেননি।এবার রোহিতের কাছে ফের সুযোগ এসেছে। শনিবার বার্বাডোজ়ে বিশ্বকাপ জয়ের জন্য মাঠে নামবে ভারত। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। একই সাথে ইতিহাস তৈরী করতে শনিবার মাঠে নামবে দক্ষিন আফ্রিকা। ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নামবে দক্ষিন আফ্রিকা। ক্রিকেট জগতের কিংবদন্তি খেলোয়াড়দের এই দলটি পৃথিবীর বহু ক্রিকেটপ্রেমীদের পছন্দের দল হলেও ১৯৯৮ সালে চ্যাম্পিয়ানস ট্রফি ছাড়া আইসিসি-র কোন টুর্নামেন্ট জিততে পারেনি। এমনকি কোন বিশ্বাকাপের ফাইনালও খেলেনি দক্ষিন আফ্রিকা। এই প্রথমবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলতে যাচ্ছে এই দলটি। তাই শনিবার সারা বিশ্বের নজর থাকবে বার্বাডোজে। এখন দেখার বিষয় কোন দল অর্জন করে নেয় বিশ্ব সেরার শিরোপা ?