ডেস্ক রিপোর্টঃ
প্যারিস অলিম্পিকে বড়সড় ধাক্কা খেল ভারত। ফাইনালে পৌঁছেও বাদ পড়লেন বিনেশ ফোগাট। ফাইনালে লড়তে পারবেন না বিনেশ । মাত্র ১০০ গ্রাম ওজন বেশি বলে ৫০ কেজি বিভাগের ফাইনাল থেকে বাদ দেওয়া হল তাকে। এক্ষেত্রে রুপোও পাবেন না বিনেশ। তাঁকে প্রতিযোগিতা থেকেই বাদ দিয়ে দেওয়া হল। তাহলে এবছর মহিলাদের ৫০ কেজি বিভাগে কেউ রুপো পাবেন না। ফাইনালে আমেরিকার সারাহ হিল্ডেব্রান্টের বিরুদ্ধে ম্যাচ ছিল বিনেশের। আমেরিকার প্রতিদ্বন্দ্বী ম্যাচ না খেলেই সোনা পাবেন। ব্রোঞ্জ পদকের জন্য লড়াই হবে। সেখানে যিনি জিতবেন, তিনি পদক পাবেন। কিন্তু কেউ রুপো পাবেন না। নিয়ম অনুযায়ী বিনেশ সকলের নীচে শেষ করেছেন বলে দেখানো হবে। মঙ্গলবার সেমিফাইনালে কিউবার গুজ়মান লোপেজকে হারিয়ে ফাইনালে উঠেছিল বিনেশ। বুধবার ফাইনালের দিন সকালে তাঁর ওজন মাপা হয়। সেখানে দেখা যায় ৫০ কেজির থেকে প্রায় ১০০ গ্রাম ওজন বেশি। সেই কারণে বিনেশকে এই প্রতিযোগিতা থেকেই বাতিল করে দেওয়া হয়েছে। এমনকি তাকে ওজন কমানোর সূযোগও দেওয়া হয়নি।