Home BREAKING NEWS Yashasvi Jaiswal – ১ বলে ১২ রান, বিশ্বরেকর্ড যশস্বীর, কিন্তু কিভাবে..?

Yashasvi Jaiswal – ১ বলে ১২ রান, বিশ্বরেকর্ড যশস্বীর, কিন্তু কিভাবে..?

by News On Time Tripura
0 comment

ডেস্ক রিপোর্ট ;

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট করতে নেমে ১ বলে ১২ রান করে রেকর্ড করল যশস্বী জয়সওয়াল। খেলায় প্রথমে ব্যাট করতে নামে ভারত। প্রথম ওভারে বল করতে যান জ়িম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা। ব্যাট করছিলেন যশস্বী। সিকন্দর প্রথম বলটি করেন কোমরের উপরে ফুলটস। স্কোয়্যার লেগ অঞ্চলে ছক্কা মারেন যশস্বী। আম্পায়ার নো ডাকেন। পরের বলটি ফ্রি হিট ছিল। সেই বলে সোজা ছক্কা মারেন ভারতের বাঁহাতি ওপেনার। দুই ছক্কায় ১ বলে ১২ রান করেন তিনি। ক্রিকেটের ইতিহাসে কোনও ম্যাচের প্রথম বলে কেউ ১২ রান করতে পারেননি। যশস্বী তা করে দেখালেন ।

You may also like