
মুম্বাইঃ
ইনি কে? সোমবার হতবাক বলিউড! কেজো দিনে প্রকাশ্যে ‘ওএমজি ২’-এর প্রথম পোস্টার।
অক্ষয়কুমারকে দেখে বিস্মিত সবাই। যেন জীবন্ত শিব! রূপটানেই বাজিমাত করে দিয়েছেন অভিনেতা। মাথায় জটা। তাতে রুদ্রাক্ষের মালা। গলায় বিষের ছোঁয়া। তাই তিনি নীলকণ্ঠ। কপালে তৃতীয় নয়ন। আর তিলক। সব মিলিয়ে অক্ষয় অনবদ্য। সামাজিক পাতায় ছবি ছাড়তেই ভূরি ভূরি প্রশংসা। ছবিতে অক্ষয়কুমার ছাড়াও থাকছেন ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠি। যদিও নিন্দুকেরা সমালোচনা করতে ছাড়েনি। কিছু নেটব্যবহারকারীর কটাক্ষ, অভিনেতা যেন ‘আদিপুরুষ’-এর মতো ঘেঁটে না ফেলেন।
অক্ষয়ের মতোই বাকি দুই অভিনেতাও ভাগ করে নিয়েছেন ছবির প্রথম পোস্টার। ইয়ামি জানিয়েছেন, ১১ অগস্ট বড়পর্দায় আসছে ‘ওহ মাই গড ২’। অপেক্ষার আর মাত্র এক মাস। অক্ষয়ের বেশিরভাগ অনুরাগী নতুন পোস্টারটিকে স্বাগত জানিয়েছেন। তাঁরা মন্তব্য বিভাগে ‘হর হর মহাদেব’, ‘জয় ভোলেনাথ’ লিখেছেন। পাশাপাশি, পরিচালকদের উদ্দেশ্যে তাঁদের সতর্কবাণী, “আদিপুরুষ’-এর পর দয়া করে মহাদেবের সঙ্গে মজা করবেন না।” কারও পরামর্শ, সনাতন হিন্দু ধর্ম নিয়ে ব্যঙ্গ না হওয়াই উচিত।
‘ওহ মাই গড!’ মুক্তি পেয়েছিল ২০১২-য়। ব্যঙ্গাত্মক কৌতুকরসে চোবানো ছবিটি গুজরাতি নাটক ‘কাঞ্জি বিরুধ কাঞ্জি’ থেকে নেওয়া। এই নাটকটি হলিউডের বিলি কনোলির ছবি ‘দ্য ম্যান হু স্যুড গড’ থেকে অনুপ্রাণিত। সিক্যুয়েলের কাহিনিকার ও পরিচালক অমিত রাই।