
মুম্বাই:
হাই প্রোফাইল এলাকায় অভিনেতার ঘরে ঢুকে হামলা। মুম্বইয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। বুধবার গভীর রাতে মুম্বইয়ের বান্দ্রা ওয়েস্টে জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে এক অজ্ঞাত ব্যক্তি তার উপর হামলা করে। এতে অনেকটাই আহত হন সাইফ। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। তবে মারাত্মক আঘাতের কোন বিষয় নেই। আপাতত লীলাবতী হাসপাতালে ভর্তি সইফ। নিছক চুরি, না অন্য কোন কারণে হামলা হয়েছে সেই বিষয়ে কোন তথ্য জানা যায়নি। এতটুকু জানা গেছে বুধবার রাত আনুমানিক ২টা নাগাদ বাড়ির পরিচারকের সাথে এক অজ্ঞাত ব্যক্তির কথা কাটাকাটি হয়, তখন সেখানে যেতেই সাইফের উপর হামলা করে ওই ব্যক্তি। ঘটনার তদন্তে বান্দ্রা থানার পুলিশ। স্ত্রী করিনা এবং বাচ্চারা নিরাপদ রয়েছে বলে জানা গিয়েছে। তবে পরিবাররে তরফে এ নিয়ে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি।