ডেস্ক রিপোর্টঃ
চলচ্চিত্র জগতে দেশের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন শ্যাম বেনেগাল। পেয়েছেন ১৮টি জাতীয় পুরস্কার। পদ্মশ্রী এবং পদ্মভূষণ- সম্মানেও ভূষিত হয়েছেন চলচ্চিত্র জগতের এই উজ্জ্বল তারকা। ৯০ বছর বয়সে প্রয়াত বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন । সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মৃত্যু হয়েছে তাঁর। ভারতীয় সিনেমার জগতে এক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব ছিলেন শ্যাম বেনেগাল। মুম্বইয়ের ওখার্ড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিডনি সংক্রান্ত অসুখে ভুগছিলেন অনেকদিন ধরেই।