মুঙ্গিয়াকামী:
তথাকথিত সভ্য সমাজে গৃহবধূ নির্যাতন যেন ট্রেডিশনে পরিণত হয়েছে! আবারো নির্যাতনের শিকার এক গৃহবধূ। নির্যাতনের শিকার গৃহবধূর CDPO -র দ্বারস্থ। ঘটনা, তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি এলাকায়।
সংবাদে প্রকাশ, তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি এলাকার বাসিন্দা এক গৃহবধূ নিজ স্বামী কর্তৃক নির্যাতনের শিকার হয়ে CDPO -র দ্বারস্থ হয় বুধবার। উল্লেখ্য, প্রায় দশ বছর পূর্বে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি এলাকার বাসিন্দা ঊষারাণী দেববর্মার সামাজিকভাবে বিবাহ হয় অমরপুর থানা এলাকার বৃহমনি জমাতিয়ার সঙ্গে। বর্তমানে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। কিন্তু, বিয়ের কিছু বছর পর থেকেই ওই গৃহবধূকে আচমকাই নির্মমভাবে নির্যাতন চালাতে শুরু করে তার স্বামী বৃহমনি। পরবর্তীতে স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি এলাকা স্থিত নিজ বাবার বাড়িতে চলে আসে ওই গৃহবধূ। পরবর্তীতে বুধবার স্বামীর হাতে নির্যাতনের শিকার ওই গৃহবধূ মুঙ্গিয়াকামি স্থিত CDPO অফিসে CDPO অজিত মোহন জমাতিয়ার নিকট এব্যাপারে একটি লিখিত অভিযোগ জানায়। অভিযোগ হাতে পেয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন CDPO।।