Home ভারত লোকসভার আগে জনসংযোগ, ম্যাকানিকের দোকানে বাইক মেরামত করলেন রাহুল গান্ধী

লোকসভার আগে জনসংযোগ, ম্যাকানিকের দোকানে বাইক মেরামত করলেন রাহুল গান্ধী

by News On Time Tripura
0 comment

দিল্লিঃ

২০২৪ এর নির্বাচনের আগে নিজের ইমেজ ঠিক করতে ক্রমান্বয়ে কাজ করছেন রাহুল গান্ধী। কর্নাটক জয়ের পর আত্মবিশ্বাসী রাহুল প্রস্তুতি নিচ্ছেন লোকসভা নির্বাচনের জন্য। আর এই যাত্রায় রাহুলকে কখনো দেখা যাচ্ছে ট্রাকে চড়ে হাইওয়েতে ঘুরতে আবার বাইক ম্যাকানিকের সাথে বসে বাইক সাড়াই করতে।

ফেসবুক পোস্টে রাহুল লেখেন, “যে হাতগুলি ভারতের চাকাগুলিকে ঘুরতে সাহায্য করছে, তাঁদের কাছ থেকে কাজ শিখছিলাম।” কংগ্রেসের টুইটার হ্যান্ডলেও বিষয়টিকে ভারত জোড়ো যাত্রার সঙ্গে তুলনা করে লেখা হয়, “ভারত জোড়ো যাত্রা এখনও চলছে।” একই সঙ্গে বাইকমিস্ত্রিদের প্রসঙ্গ উল্লেখ করে সেখানে লেখা হয়, “এই হাতগুলো ভারতকে তৈরি করেছে। তাঁদের জামাকাপড়ে গেলে থাকা গ্রিজ় আমাদের গর্ব, আত্মসম্মান।” তার পরই রাহুলের প্রশংসা করে সেখানে লেখা হয়, “একমাত্র জনগণের নেতাই তাঁদের উৎসাহিত করতে পারেন।”

জনসং‌যোগ করতে এ বার দিল্লির করোল বাগ এলাকার একটি গ্যারাজকে বেছে নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার বিকেলে মোটর সাইকেল মিস্ত্রিদের সঙ্গে বসে বাইক সারাতেও দেখা যায় তাঁকে। কংগ্রেসের টুইটার হ্যান্ডলে রাহুলের জনসংযোগ কর্মসূচির যে ছবিগুলি টুইট করা হয়েছে,তাতে হাতে স্ক্রু ড্রাইভার-সহ আনুষঙ্গিক যন্ত্রপাতি নিয়ে বসে থাকা কংগ্রেস নেতাকে দেখে পুরোদস্তুর ‘মিস্ত্রি’ বলেই মনে হচ্ছে। পরে রাহুল নিজেও ফেসবুকে তাঁর এই গ্যারাজ-সফরের ছবি পোস্ট করেন।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato