
রাজস্থানঃ
ব্যাঙ্কের গ্রাহকদের একাউন্ট থেকে উধাও ৪ কোটি ৫৮ লক্ষ টাকা। ৪৩ জন গ্রাহকের ১১০টি একাউন্ট থেকে এই টাকা উধাও করে নিয়েছে এক ব্যঙ্ক কর্মী। তিন বছর পর ব্যাঙ্ক ম্যানেজারের সন্দেহের পর বেরিয়ে এলো এই চাঞ্চল্যকর ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা। ঘটনার সাথে যুক্ত ব্যাঙ্কের এক রেলেশন ম্যানেজার। নাম সাক্ষী গুপ্তা। ঘটনা রাজস্থানের কোটা শহরের আইসিসিআই ব্যাঙ্কের ‘শ্রী রামনগর’ ব্রাঞ্চে। দীর্ঘ তিন বছর ধরে গ্রাহকদের একাউন্ট থেকে এই টাকা বের করে সাক্ষী শেয়ার বাজারে ইনভেস্ট করছিলেন। ব্যাঙ্ক কর্মী হওয়ার সুবাদে খুব নিখুদ ভাবে এই কাজ সেরেছেন সাক্ষী। কিন্তু শেষ রক্ষা হয়নি। সাক্ষী গ্রাহকদের একাউন্টের মোবাইল নাম্বার বদলে দেন, যাতে করে প্রতিটি লেনদেনের ম্যাসেজ গ্রাহকদের কাছে না পৌঁছায়। একাউন্টে গ্রাহকদের মোবাইল নাম্বারের পরিবর্তে নিজের আত্মীয় এবং বন্ধুদের নাম্বার যুক্ত করে প্রয়জনীয় ওটিপি সংগ্রহ করতেন সাক্ষী। কিছু কিছু গ্রাহকদের একাউন্টের ফিক্সড ডিপোজিট মেয়ডের পূর্বেই ভেঙে নিয়েছিলেন। অনেক একাউন্টে অভার ড্রাফটের সুবিধা দিয়ে সেই টাকা নিজে সরিয়ে নিয়েছেন। আর সেই টাকা এক বৃদ্ধা মহিলার একাউন্টে জমা করে সেখান থেকে শেয়ার বাজারে ইনিভেস্ট করতেন সাক্ষী। সেই ব্রাঞ্চে প্রায় তিন বছর যাবৎ এই ঘোটালা করে গেছেন সাক্ষী। এমনকি সেই ব্রাঞ্চ থেকে ট্রান্সফারও হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু ধরা পরেননি। কিন্তু শেষ রক্ষা হয়নি সাক্ষীর। শেয়ার বাজারে সেই টাকা ডুবে যায়। আর এর মধ্যে সেই ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজারের সন্দেহে যায় সম্পূর্ন বিষয়টি। তিনি সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার পর তদন্তক্রমে এই চাঞ্চল্যকর ব্যাঙ্ক জালিয়েতির ঘটনাটির পর্দা ফাঁস হয়। সাক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে ক্ষতিগ্রস্থ গ্রাহকদের টাকা তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনার পর ব্যাঙ্কে টাকা রেখে কিভাবে নিশ্চিত থাকবে গ্রাহকরা।
