Home অপরাধ পাড়ায় একাধিক ব্যক্তির জমি জবর দখল, অভিযুক্তের বিরুদ্ধে মহকুমা শাসকের দ্বারস্থ এলাকাবাসী

পাড়ায় একাধিক ব্যক্তির জমি জবর দখল, অভিযুক্তের বিরুদ্ধে মহকুমা শাসকের দ্বারস্থ এলাকাবাসী

by News On Time Tripura
0 comment

উদয়পুরঃ

সুবিচার পাওয়ার জন্য আইনের দারস্ত এলাকাবাসীরা । উদয়পুর পৌর পরিষদের অন্তর্গত ১৯ নং ওয়ার্ডের বাসিন্দা সোহেল আক্তার চৌধুরীর নামে এলাকায় অবৈধ বেআইনিভাবে জায়গা দখল করার বিরুদ্ধে উদয়পুর মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্যের কাছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় এক ডেপুটেশানে মিলিত হয় গ্রামের সহস্রাধিক নারী ও পুরুষ । ১৯ নং ওয়ার্ডের চিড়ার মিল এলাকায় বিভিন্ন জায়গার জোরপূর্বক দখল করে রাখা ও সোশ্যাল মিডিয়াতে এলাকার জনগণের বিরুদ্ধে অপপ্রচার করা এবং জনগণের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করার প্রতিবাদে ডেপুটেশান দেওয়া হয় মহকুমা শাসকের কাছে । এদিন এলাকাবাসীরা মহাকুমা শাসকের কাছে লিখিতভাবে অভিযোগ করে এলাকার শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি ভারতীদের পরিবেশ মারাত্মকভাবে নষ্ট করছে সোহেল। এদিন এলাকাবাসীরা মহকুমা শাসকের কাছে আবেদন রাখেন ঘটনা সারাজমিনে তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য । এদিন মহকুমা শাসক ছাড়াও উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান এবং রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের নিকট সোহেল আক্তার চৌধুরীর নামে ডেপুটেশান দেয় চেয়ারম্যান এলাকার বসবাসকারী জনগণ ।

You may also like