Home রাজনীতি চতুর্থ স্তম্ভ নয় প্রচারে ব্লগার ও কন্টেন্ট ক্রিয়েটরদের প্রাধান্য দিতে চাইছে বিজেপি !

চতুর্থ স্তম্ভ নয় প্রচারে ব্লগার ও কন্টেন্ট ক্রিয়েটরদের প্রাধান্য দিতে চাইছে বিজেপি !

by News On Time Tripura
0 comment

বিলোনিয়াঃ

সাদাকে সাদা বলা, আর কালাকে কালা বলা। কখনো বা উলঙ্গ রাজার কাল্পনিক শিশুর মতো, রাজাকে চোখে আঙুল তুলে ধরিয়ে দিচ্ছে রাজা তোর কাপড় কোথায়। আর এতেই গোসা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর । সাংবাদিকদের উপর ভরসা ও আস্থা আর রাখতে পারছে না বিজেপি নেতৃত্বরা । ব্লগার সহ সোস্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরদের উপর আস্থা রাখতে চাইছে প্রদেশ নেতৃত্ব। ২৪ এর লোকসভা নির্বাচন যে দৌড়গোড়ায় । এই নির্বাচনকে সামনে রেখে ভোট বৈতরনী পার হতে নাকি সোশ্যাল মিডিয়া এবং ব্লগারদের নিয়ে রনকৌশল তৈরি করতে চাইছে বিজেপি দলের অভ্যন্তরে এমনই গুঞ্জন রয়েছে । এক প্রকার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ব্রাত্য রেখে, বিলোনিয়াতে রুদ্ধদ্ধার বৈঠক সারলেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সোশ্যাল মিডিয়া ও ব্লগারদের নিয়ে সভা করলেন একঝাঁক প্রদেশ বিজেপি নেতৃত্বরা। এই সভাটি হয় বিলোনিয়া আর্য কলোনি স্থিত শচীন দেববর্মন অডিটরিয়াম হলে। সভায় আমন্ত্রন জানানো হয়নি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের। পশ্চিম ত্রিপুরা লোকসভার সাংসদ প্রতিমা ভৌমিক, মন্ত্রী প্রনজিত সিংহ রায়, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত , দক্ষিণ জেলার সভাপতি শংকর রায়, বিধায়ক রামপদ জমাতিয়া সহ দক্ষিণ জেলার বিধায়কদ্বয়। এছাড়াও ছিলেন আইটি সেলের নেতৃত্বরা ।
১৮ এর নির্বাচনের আগে যেখানে সাংবাদিকরাই এক প্রকার প্রচারের হাতিয়ার ছিল সেখানে ২৪ এর নির্বাচনে ব্লগার ও সোশ্যাল মিডিয়ার উপর ভরসা রাখলো বিজেপি। তারই নির্দশন দেখা গেল বিলোনিয়াতে । দক্ষিণ জেলার সমস্ত ব্লকার ও সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরদের উপর আস্থা রেখে সম্পন্ন হলো দলীয় রনকৌশল ।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato