ডেস্ক রিপোর্টঃ
ADR অর্থাৎ এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস জারি করল ভারতের সবচেয়ে ধনী ও গরীব মুখ্যমন্ত্রীর তালিকা। বর্তমান মুখ্যমন্ত্রীদের মধ্যে সম্পদের হিসেবে শীর্ষে রয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তার মোট সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা। তার পরেই স্থান অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডুর, তার মোট সম্পত্তি ৩৩২ কোটি টাকা। আর এই তালিকায় সর্বনিম্ন নাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । তার মোট সম্পত্তি ১৫ লক্ষ টাকা। অর্থাৎ মুখ্যমন্ত্রীদের তালিকায় তিনি সবচাইতে গরীব। তবে এই তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছেন কর্নাটকের সিথারামাইয়া ৫১ কোটি, নাগাল্যান্ডের নেফিউ রিও ৪৬ কোটি , মধ্যপ্রদেশের মোহন যাদব ৪২ কোটি। আর কমিউনিস্ট মুখ্যমন্ত্রীর মধ্যে কেরলের পিনারাই বিজয়ন, তার মোট সম্পত্তি ১ কোটি টাকা।