
আগরতলা:
২০১৬ সালে বাম সরকারের আমলে শেষ বারের মত বিধায়কদের বেতন ভাতা ছিল ২৪ হাজার দুইশ, সাথে অন্যান্য অ্যালাওয়েন্স। মুখ্যমন্ত্রীর বেতন ছিল ২৬৩১৫ , সাথে অবশ্যই ছিল নানা ধরনের সুবিধা। বিজেপি সরকার আসার পর ২০১৯ সালে সেই বেতন প্রায় দ্বিগুণ করা হয়। তখন বিধায়কদের বেতন গিয়ে দাঁড়ায় ৪৮৪২০ টাকা, অন্যান্য অ্যালাওয়েন্স মিলে প্রায় ৮৫ হাজার টাকা। মুখ্যমন্ত্রীর প্রায় ১ লক্ষ। এবার এই শীতকালীন অধিবেশনে আবারও মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধির সুপারিশ উঠে। অন্যান্য প্রস্তাবে চরম বিরোধিতা করলেও এই ক্ষেত্রে কোন বিরোধিতা দেখা যায়নি বিরোধী বিধায়কদের। বর্তমানে নতুন বিল অনুসারে বিধায়কদের বেতন হবে ৯৩ হাজার টাকা। বাকি অ্যালাওয়েন্স মিলিয়ে প্রায় দেড় লক্ষ টাকা। মুখ্যমন্ত্রীর বেতন হবে ৯৭ হাজার, বিরোধী দলনেতা পাবেন ৯৫ হাজার, অন্যান্য ভোট মিলে দেড় লক্ষ ছাড়িয়ে যাবে মুখ্যমন্ত্রী , বিরোধী দলনেতার বেতন। তবে একদিকে সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতার ব্যবধান প্রায় ২৩ শতাংশ। অন্যদিকে সমগ্র শিক্ষা সহ অনিয়মিত কর্মচারীরা নিয়মিতকরণের অপেক্ষায় দিন গুনছে । বেকাররা চাকরির জন্য প্রায় প্রতিদিন আন্দোলনে নামছে। এর মধ্যে মন্ত্রী বিধায়কদের এই বেতন বৃদ্ধি জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।