দিল্লিঃ
অসুস্থতার জন্য করাতে হয়েছে অস্ত্রোপচার। হয়েছে দিল্লির এইমস হাসপাতালে। ভাল হয়েছে অপারেশন, এখন ভাল আছেন। শারীরিক অসুস্থতার কারণে দিল্লি এইমস হাসপাতালে ভর্তি আছেন সিপিআইএম রাজ্য সম্পাদক, বিধানসভার বিরোধী দলনেতা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। থাইরয়েডের সমস্যার কারণে গত ২৪ ডিসেম্বর তিনি এইমসে ভর্তি হন। ২৫ ডিসেম্বর তার একটি ছোট অপারেশন হয়। খবর পেয়ে দিল্লি এইমস হাসপাতালে ছুটে যান কমরেড প্রকাশ করাত সহ জাতীয় স্তরের একাধিক বামপন্থী নেতৃত্ব। জানা গেছে জিতেন্দ্র চৌধুরী এখন অনেকটাই সুস্থ রয়েছেন। কিছুদিনের মধ্যেই ত্রিপুরায় ফিরবেন তিনি।