Home খেলাধুলা তিন মাস পর হল ফাইন্যাল ম্যাচ ! মর্জিমাফিক চলছে বিশালগড় ক্রিকেট এ্যাসোসিয়েশন ।

তিন মাস পর হল ফাইন্যাল ম্যাচ ! মর্জিমাফিক চলছে বিশালগড় ক্রিকেট এ্যাসোসিয়েশন ।

by News On Time Tripura
0 comment

বিশালগড়ঃ প্রায় তিন মাস পর অনুর্ধ ১৩ ক্রিকেট ট্যুর্নামেন্টের ফাইনাল ম্যাচ করল বিশালগড় ক্রিকেট এসোসিয়েশন । কোন নিয়ম কানুনে নয়, সম্পাদক এবং একাংশ কর্মকর্তাদের মর্জিমাফিকই চলছে বিশালগড় ক্রিকেট এসোসিয়েশনের কাজ। প্রায় তিন মাস আগে এ্যাসোসিয়েশনের অনুর্ধ ১৩ ক্রিকেট ট্যুর্নামেন্টের বাকি ম্যাচগুলি সম্পন্ন হয়ে গেলেও তিন মাস পর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল রবিবার। তবে এর পেছনে কি কারন সেই বিষয়ে কোন স্পষ্টতা নেই। জানা যায় সম্পাদক এবং এসোসিয়েশনের আরও একজন সদস্যের ব্যক্তিগত ইগোর কারনেই এতটা সময় লেগেছে একইমাত্র ম্যাচ করাতে।

যাই হোক  রবিবার বিশালগড় জাঙ্গালিয়া মাঠে বিশালগড় ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত অনূর্ধ্ব ১৩  ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং  কোনাবন প্লে সেন্টার। বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় টসে জিতে ব্যাট করা সিদ্ধান্ত গ্রহণ করে। প্রথমে ব্যাট করে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়  ১৭ ওভার ৫ বলে সব কয়টি উইকেট হারিয়ে শুধুমাত্র ৫৫ রান করে। তার মধ্যে জয় অধিকারী সর্বাধিক ১০ রান করে।  অন্যদিকে ৫৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে কোনাবন প্লে সেন্টার ১৪ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে ৫৭ রান করে জয় ছিনিয়ে নেয়।  দলের হয়ে সুব্রত দাস ১৬,  কিষান দেব  ১৪ রান করে ।  

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato