বিশালগড়:
বিপদজনক অবস্থায় রয়েছে বিদ্যুতের একটি ট্রান্সফরমার কিন্তু তা সত্ত্বেও কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি এটিকে সংস্কার করার। যার ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কায় দিন অতিবাহিত করছে জনগণ। এমনই ঘটনা পরিলক্ষিত হল বিশালগড় মহকুমার নোয়াপাড়া এলাকায়। জানা গেছে এই বিদ্যুৎ ট্রান্সফরমারটি বহুদিন ধরেই পুকুরের দিকে কাত হয়ে রয়েছে এবং যেকোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে তাতে। এই বিষয়ে স্থানীয় জনগণ সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরে গিয়ে এবং প্রশাসনের কাছে অভিযোগ জানানো সত্বেও আজ পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। যদিও বিদ্যুৎ কন্ডাক্টের এসে কাজটি করার জন্য জায়গা পরিদর্শন করে গেছেন কিন্তু শেষ পর্যন্ত কাজ আর হয়নি। জানা গেছে এই এলাকায় ২০০ এর উপর বিদ্যুৎ ভোক্তা পরিবার রয়েছে। যদি কোনো কারণে আসন্ন বর্ষার মরশুমে দুর্ঘটনা সংঘটিত হয় তাহলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে পরিবারগুলোর। রয়েছে প্রাণহানির আশঙ্কাও। তাই জনগণ চাইছে প্রশাসন নজর দিক দ্রুত এই সমস্যার সমাধানের।